নিজস্ব প্রতিবেদন: বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ। বোমার আঘাতে আহত তিন। একজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে বারুইপুরের বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের খুঁটি বেড়িয়া গ্রামে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, রবিবার এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত প্রফুল্ল মণ্ডলের বাড়িতে অনুষ্ঠান ছিল। ফলে অনেক লোক সমাগম হয়েছিল। বিকেল পাঁচটা নাগাদ প্রফুল্ল মণ্ডলের স্ত্রী ঘরের ফলস সিলিং থেকে কিছু একটা নিতে গেলে, তাঁর হাতের ধাক্কায় উপর থেকে একটি বোমা ঘরের মেঝেতে পড়ে যায়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি। বোমার আঘাতে তিনজন আহত হন। যাঁদের মধ্যে তাপস মণ্ডল নামে একজন গুরুতর আহত। প্রথমে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।


আরও পড়ুন: ‘বাংলা ভাগ’ বিতর্কে সাবধানী BJP, এবার জন বার্লার উল্টো সুর সাংসদ রাজু বিস্তার গলায়


আরও পড়ুন: কালিয়াচককাণ্ডে নয়া তথ্য, ঝাড়খন্ড থেকে আনা হয়েছে আগ্নেয়াস্ত্র


খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিস। বিজেপি কর্মী প্রফুল্ল মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয়। কোনও বোমা উদ্ধার না হলেও, বিস্ফোরণের ঘটনায় ওই বিজেপি কর্মী প্রফুল্ল মণ্ডল ও তাঁর ছেলে বরুন মণ্ডলকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি ঘটনাকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।  


বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী অভিযোগ করেন, ভোটের পর থেকেই বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। দোষীদের শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় দলের কেউ যুক্ত নয় বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সভাপতি সুনীপ দাস। চক্রান্ত করে বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে বলে পালটা অভিযোগ করেছেন তিনি।