নিজস্ব প্রতিবেদন:  রাতভর খানাতল্লাসি। অবশেষে উদ্ধার কুলপির হুগলি নদীতে তলিয়ে যাওয়া চতুর্থ যুবকের দেহ।  রবিবার  নিশ্চিন্তপুরে পয়লাগেরি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান  ৪ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিজেপি দেবতাকে বিক্রি করে, জঙ্গলমহলে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী


   গড়িয়াহাট এলাকা থেকে ষোলোজনের   দল  বেড়াতে যায় এলাকায়।  মুড়িগঙ্গায় স্নান করতে নামেন কয়েকজন।সেসময়েই  জাহাজ যাওয়ায় বিপত্তি। বড়   ঢেউয়ের ধাক্কায় ৪ জন তলিয়ে যান। রবিবার  উদ্ধার করা হয় সুরেশ সিং, খোকন হালদার ও প্রসেনজিত্ দাসের দেহ।  সন্ধে পর্যন্ত তল্লাসি চালিয়েও  উদ্ধার  হয়নি চতুর্থ যুবকের দেহ।


আরও পড়ুন: বিমানে বসে হুমকি ভিডিও কল, কলকাতা বিমানবন্দরে ধৃত যুবক


সোমবার   সকালে  সুঅঙ্গন নাড়ুয়া নামে আরেকজনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ।  পর্যটক দলের চারজনকে আটক করেছে পুলিস। স্থানীয়দের অভিযোগ, প্রত্যকেই মদ্যপান করেছিলেন ।  স্থানীয় বাসিন্দাদের  দাবি, পিকনিক স্পটে নিরাপত্তা বাড়ানো হক।  ডিসেম্বরের শুরুতে ক্যাম্পের মাধ্যমে নজরদারির  আর্জি  জানিয়েছেন বেলপুকুর  তৃনমূল অঞ্চল যুব সভাপতি ছায়ানর হোসেন মোল্লা ।