নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের এই সময়ে রাস্তায়, দোকানে মানুষজন যাতে জটলা করতে না পারে তার জন্য ময়দানে নেমেছে প্রশাসন। গোটা রাজ্যেই একই ছবি। অথচ অন্যরকম এক ছবি ধরা পড়ল বোলপুরে। সেখানে পুরসভা, প্রশাসনের লোকজন পথচলতি মানুষকে সচেতন করতে গিয়ে নিজেরাই ভিড় করলেন রাস্তায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দুর্যোগ শুরু সোমবার থেকেই, বুধবার সন্ধেয় ভয়ঙ্কর আকার নিতে পারে ঘূর্ণিঝড় Yaas


শনিবার সন্ধেয় বোলপুর চৌরাস্তার মোড়ে পুলিস, পুরসভার আধিকারিক, প্রশাসনের কর্তারা মিলে প্রায় একশো লোক নামলেন মানুষকে সচেতন করতে। পথচলতি কার মুখে মাস্ক নেই, কার মাথায় হেলমেট নেই, ধরে ধরে বোঝানো হচ্ছে ওইসব লোকদের। কিন্তু সংক্রমণ ঠেকাতে যেখানে সাধারণ মানুষকে জটলা করতে দেওয়া হচ্ছে না সেখানে পুলিস-প্রশাসনের এতো লোক কেন? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।


আরও পড়ুন-মহা ভয়ঙ্কর এক দৈত্যের মতো ছুটে আসছে Yaas


আজ ওই সচেতনতা কর্মসূচিতে ছিলেন বোলপুর(Bolpur) থানার আইসি সুমন্ত বিশ্বাস, বোলপুরের মহকুমা শাসক মানস হালদার, বোলপুর পুরসভার পৌর প্রশাসক পর্ণা ঘোষ সহ পুরসভার একাধিক কর্তাব্যক্তি।


এনিয়ে প্রশ্ন করা হলে মুখে কুলুপ আঁটেন বোলপুরের এসডিও মানস হালদার। অন্যদিকে, জেলা পুলিস সুপার নগেন্দ্র ত্রিপাঠি বলেন, আপনার কাছে ছবি থাকলে পাঠান। দেখছি ব্যাপারটা কী হয়েছে।