1/6
2/6
ক্রান্তীয় অঞ্চলে মহাসাগর বা সাগরের উপরে তৈরি হয় সাইক্লোন। এই এলাকায় সূর্যের কিরণ সব চেয়ে বেশি পড়ে। এরই ফলে স্থল ও জলভাগ গরম হয়। উষ্ণ বায়ু মহাসাগরের উপরের দিকে ওঠে। এর পরেই সেই শূন্য স্থান ভর্তি করতে অন্য জায়গার ঠান্ডা হাওয়া ছুটে আসে। এরপর সেটাও গরম হয়ে একইভাবে উপরে উঠে যায় এবং এই ভাবে এই বৃত্তটা চলতেই থাকে।
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
photos