ওয়েব ডেস্ক : আবারও বোমা উদ্ধার বীরভূমে। এবার লাভপুরের কুসুমগড়িয়া গ্রামের ড্রেন থেকে দু' ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় লাভপুর থানা। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েক সপ্তাহে বীরভূমে একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েই চলেছে। এর আগে নানুরে পার্টি অফিসের মধ্যে শৌচাগার থেকে দু ড্রাম বোমা উদ্ধার হয়েছিল। ভাষামাঠ এলাকার ফাঁকা মাঠ থেকে গতমাসে দু'ড্রাম বোমা উদ্ধার করে পুলিস। কাঁকড়তলায় বড়রা গ্রামের একটি পুকুর পাড়ের সারগাদা থেকে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। তাজা বোমা উদ্ধার করা হয় নানুরের পাঁপুড়ি গ্রামের মাঠ থেকেও।


বোমা কারখানা বন্ধে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও বার বার এভাবে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য জেলাজুড়ে।


আরও পড়ুন, লাখ লাখ টাকায় কেনা অ্যাম্বুলেন্সে গজিয়ে উঠেছে ঘাস!