Indo Bangla Bus service: কলকাতা থেকে বাসে চেপেই এবার সোজা ঢাকা!
ঢাকা ও কলকাতা থেকে পরীক্ষামূলক দুটি বাস পৌঁছল সীমান্তে। যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে একমাসের মধ্যেই।
বিমল বসু: দাবি ছিল দীর্ঘদিনের। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত, তারপর? ঢাকা। ফিরতি পথে আবার ঢাকা থেকে কলকাতা। পরীক্ষামূলকভাবে চলল বাস। যাত্রী পরিষেবা শুরু হবে একমাসের মধ্যেই।
আরও পড়ুন: Suri Municipality: পদ হারাতেই বিস্ফোরক, দলের বিরুদ্ধে মুখ খুললেন সিউড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান
সীমানা পেরিয়ে চলে নিত্য যাতায়াত। বাংলাদেশ থেকে মূলত চিকিৎসাজনিত কারণেই ভারতে আসেন বহু মানুষ। আবার এদেশ থেকে ওদেশেও যান অনেকেই। কিন্তু পরিবহণের হাল খুবই খারাপ!ফলে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
তাহলে? ভারত ও বাংলাদেশের মধ্যে বাস পরিষেবা চালুর দাবি তুলেছিল ঘোজাডাঙা এক্সপোর্টাস্ ও ইমপোর্টাস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন। সংস্থা সম্পাদক রাজু সাহাজি বলেন, স্রেফ যাতায়াতের সুবিধা নয়, পদ্মা সেতু দিয়ে বাসে কলকাতা থেকে ঢাকা যেতে সময়ও লাগবে দু'ঘণ্টা কম।
এদিন বিকেলে যখন ঢাকা থেকে যাত্রীদের নিয়ে একটি বাস পৌঁছয় বাংলাদেশের ভোমরা সীমান্তে, তখন কলকাতা থেকেও বাস আসে ঘোজাডাঙ্গায়। এরপর যাত্রী বিনিময়ের মাধ্যমে শেষ হয় মহড়া।
আরও পড়ুন: Typhoon Khanun: ১৭৩ কিমি বেগে ধেয়ে আসছে মারাত্মক বিধ্বংসী ঝড় 'খানুন'! কী হবে রাজ্যে?