Typhoon Khanun: ১৭৩ কিমি বেগে ধেয়ে আসছে মারাত্মক বিধ্বংসী ঝড় 'খানুন'! কী হবে রাজ্যে?

Typhoon Khanun: সমুদ্র থেকে ভয়ংকর বেগে এসে উপকূলে আছড়ে পড়তে চলেছে ঝড়। এজন্য সতর্কতাও জারি হয়েছে। স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরানোর কাজে ব্যস্ত। কিন্তু সে তো জাপানে। সেজন্য এখানে কী? আসলে এখানেও তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে ঝড়-বৃষ্টিতে নাজেহাল রাজ্য, বিপর্যস্ত কলকাতা।

| Aug 02, 2023, 15:22 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর জেরে গতকাল মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত আরম্ভ হয়েছে। রাজ্য জুড়ে বর্ষা। বাদ যায়নি কলকাতাও। অবস্থা খুবই খারাপ। শহরের নানা জায়গায় জল জমে গিয়েছে। রাস্তা ডুবে চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে নাগরিকদের। যানজট হচ্ছে। কোথাও ভেঙে পড়েছে গাছ। সব মিলিয়ে শহরের অবস্থা অতি খারাপ। দেখে নেওয়া যাক এ শহরের প্রথম বর্ষার কিছু জল-ছবি। 

1/6

গতিবেগ হতে পারে ১৭৩ কিমি

এ বছরের ষষ্ঠ টাইফুন হয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে খানুন। এটা জাপানের উপকূলে। এর গতিবেগ হতে পারে ১৭৩ কিমি। বিপুল ধ্বংসলীলার আশঙ্কা করা হচ্ছে। 

2/6

বাড়ছে বিধ্বংসী ক্ষমতা

গতকাল জানা গিয়েছিল, সমুদ্র থেকে প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে এসে উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঝড়। এজন্য সতর্কতাও জারি হয়েছে। স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরানোর কাজে ব্যস্ত। তবে আজ সেটা ১৭৩ কিমি প্রতি ঘণ্টা। 

3/6

টাইফুন আছড়ে পড়বে?

বলা হয়েছে, গত এক দশকের মধ্যে সব চেয়ে বড় মাপের ঝড় হতে চলেছে এটি। আতঙ্কে কাঁপছে জাপান। ফিলিপিন্সের সমুদ্র থেকে প্রতি ঘণ্টায় ১৭৩ কিলোমিটার বেগে জাপানে আছড়ে পড়তে চলেছে ঝড়টি। জাপানের দক্ষিণ-পশ্চিমে ওকিনাওয়া-আমামিতে বেশ বড় ও শক্তিশালী এই টাইফুন আছড়ে পড়বে।  

4/6

বিপর্যস্ত

জাপানের দক্ষিণ-পশ্চিমে আজ, মঙ্গলবার বিকেলের মধ্যে খানুন আছড়ে পড়বে। জাপানের পাশাপাশি চিনের পূর্বাংশেও খানুনের প্রভাব দেখা যাবে। সেখানে খানুনের প্রভাবে গত ৩-৫ দিন ধরে ঝড়ো হাওয়া বইছেই। হয়তো আরও বাড়বে।

5/6

জলমগ্ন

ঝড়ের জেরে ওকিনাওয়া-মুখী সমস্ত উড়ানই বাতিল হয়ে গিয়েছে। বুলেট ট্রেন পরিষেবাও স্থানবিশেষে বন্ধ রাখা হয়েছে।   

6/6

ভেঙে পড়েছে গাছ

এদিকে নিম্নচাপের জেরে সঙ্গিন কলকাতা। ভেঙে পড়েছে গাছ। জলে ডুবেছে রাস্তা। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। রাস্তাঘাট প্রায় অগম্য।