Ankita Adhikari Recruitment Case: বেতন বন্ধের নির্দেশ পৌঁছল অঙ্কিতা অধিকারীর স্কুলে
প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে
দেবজ্যোতি কাহালি: হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী শিক্ষিকা অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করেছে আদালত। পাশাপাশি তাঁর বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের সেই চিঠি কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর ঘুরে পৌঁছে গেল অঙ্কিতার স্কুলে।
ওই চিঠি নিয়ে কোচবিহারের ডিআইও সমর চন্দ্র মণ্ডল বলেন, হাইকোর্টের ওই অর্ডার আমরা পেয়েছি। ওই চিঠি অঙ্কিতা অধিকারীর স্কুলের প্রধান শিক্ষিকাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের পক্ষ থেকে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে। ওই অভিযোগ করেছিলেন শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকার নামে এক পরীক্ষার্থী। ওই মামলায় অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, এতদিন তাঁর পাওয়া বেতন ২ কিস্তিতে ফেরত দিতে নির্দেশ দেয় আদালত। ওই মামলায় অঙ্কিতার বাবা ও রাজ্যের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই।
আরও পড়ুন-'মদনদা চা-সিঙ্গারা খেতে ডেকেছেন', Zee ২৪ ঘণ্টায় ঠিকানা ফাঁস করলেন অর্জুন সিং