নিজস্ব প্রতিবেদন: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার মেধাতালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। পরীক্ষার্থীদের একাংশের দায়ের করা মামলায় এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। এদিন বিচারপতি জানান, এসএসসির নিয়োগপ্রক্রিয়া নিয়ম মেনে হয়নি। আদালতের এই নির্দেশে ফের জটিলতা তৈরি হল শিক্ষক নিয়োগে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭ সালের ৮ মে প্রকাশিত হয় এসএসসির নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল। তবে কোনও মেধা তালিকা প্রকাশ করেনি পর্ষদ। বদলে সফল প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ফল জানানো হয় পর্ষদের তরফে। এতেই জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেন অনেকে। এর পরই আদালতের দ্বারস্থ হন একদল পরীক্ষার্থী। 


বাড়িতে ডেকে নিয়ে গিয়ে লাগাতার ভাইঝিকে 'ধর্ষণ' কাকার


এদিন বিচারপতি জানান, ফলপ্রকাশের ক্ষেত্রে গেজেট নোটিফিকেশনে উল্লিখিত নীতিমালা পালন করা হয়নি। সেই নিয়ম মেনে ৩ সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে মেধাতালিকা। ইন্টারভিউতে সফল প্রার্থী ও নিয়োগের চূড়ান্ত তালিকাও প্রকাশ করতে হবে আলাদা আলাদাভাবে।