নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত সন্দেহে আইসোলেশনে এক সরকারি চিকিত্‍সক। কলকাতা মেডিক্যাল


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলেজের ওই চিকিত্‍সককে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গী আরও ৩ জন


সরকারি চিকিত্‍সককেও রাখা হয়েছে পর্যবেক্ষণে। অসুস্থ চিকিত্সকদের লালারসের নমুনা, পরীক্ষার


জন্য পাঠানো হয়েছে নাইসেডে।


আরও পড়ুন-করোনা আতঙ্কে সবার মুখেই মাস্ক! কাদের পরা জরুরি আর কাদের প্রয়োজন নেই


গত ১২ মার্চ লন্ডন থেকে ফেরেন কলকাতা মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের


ওই চিকিত্‍সক। বাঁকুড়ার ছাতনায়, কুষ্ঠরোগীদের অপারেশনের জন্য একটি ক্লিনিকে যোগ


দিতে রবিবার সেখানে পৌছন তিনি। সেখানেই জ্বর-সর্দি-কাশিতে অসুস্থ হয়ে পড়েন ওই চিকিত্‍সক। সবেমাত্র লন্ডন থেকে ফেরায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


বাঁকুড়ার গোবিন্দনগর বাস স্ট্যান্ডের কাছে একটি লজে ওঠেন ওই চিকিত্‍সক। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন সরকারি ডাক্তার, দুই স্বাস্থ্যকর্মী এবং গাড়ি চালক। হোটেলকর্মী-সহ সবাইকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আরও পড়ুন-Live: দেশে করোনা আক্রান্ত বেড়ে ১১৮, বন্ধ থাকবে ICDS কেন্দ্র, বাড়িতেই পৌঁছে যাবে চাল-ডাল


এবিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজের সুপারের মন্তব্য, তিনি বিষয়টি শুনেছেন। খোঁজখবর নেওয়া হচ্ছে। প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে খোঁজ নিতে বলা হয়েছে।


গত কয়েকদিন বাঁকুড়ার ওই হোটেলে যাঁরা এসেছিলেন তাঁদের তালিকাও খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।


তথ্য- তন্ময় প্রামাণিক ও হীরক মুখোপাধ্যায়