নিজস্ব প্রতিবেদন: ফের উত্তেজনা ছড়ালো রাতের শহরে। গাড়ি পার্কিং ঘিরেই বাদানুবাদের শুরু। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ গার্ডেন্সে। স্থানীয় বাসিন্দারা বলেন এদিন রাতে হঠাৎই তাঁরা দেখেন বাড়ির সামনে পার্কিং-এ থাকা তাঁদের সমস্ত গাড়িতে কাঁটা লাগিয়ে দিয়ে গেছেন পুরসভার ট্রাফিক ডিপার্টমেন্টের কর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিসকর্মী


এরপরই পুরসভার পার্কিং ডিপার্টমেন্টের কর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, রীতিমতো টাকা দিয়ে রসিদ কেটেই গাড়ি পার্কিং করা সত্বেও কীভাবে এমন কাজ হতে পারে। পরে ঘটনাস্থলে গড়িয়াহাট থানার পুলিস এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরসভার আধিকারিকদেরর সঙ্গে কথা বলেন তিনি। এরপর প্রত্যেকটি গাড়ি থেকেই কাঁটা খুলে নেওয়া হয়।