close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিসকর্মী

রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Updated: Jun 19, 2019, 06:35 AM IST
সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিসকর্মী

নিজস্ব প্রতিবেদন: কাজ সেরে ফিরছিলেন, হঠাৎই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিস কর্মী। জানা গিয়েছে, বর্ধমানে কয়েদি নিয়ে গিয়েছিলেন তরুণ মান্ডি নামে বছর ৩৮-এর ওই কনস্টেবল।মঙ্গলবার প্রিজন ভ্যানে করে সহ-কর্মীদের সঙ্গে ফিরছিলেন তিনি। বিদ্যাসাগর সেতুতে টোলপ্লাজার কাছে আসতেই ভ্যানের মধ্যেই নিজের সার্ভিস রিভলবার থেকে আচমকাই গুলি চালান তরুণবাবু। রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: চারমাসের শিশুর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার বাবা

পুলিস সূত্রে খবর, গুলি চালানোর আগে বাড়িতে ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেন রিজার্ভ ফোর্সের ওই কনস্টেবল। ফোনে তিনি বলেন "আমায় আর পাবে না"। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান মানসিক অবসাদ থেকেই এই কাজ করেছেন তিনি। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।