`গবাদি পশু`, হোয়াটসঅ্যাপে বিতণ্ডা রবীন্দ্রভারতীর অধ্যাপকের
গতকাল বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠক ছিল। সেখানে একটি বিষয় নিয়ে ভোটাভুটি হয়। ভোটে যাঁরা জেতেন তাঁদের মধ্যে ছিলেন অভিযুক্ত অধ্যাপকও। এরপরেই হোয়াটঅ্যাপে অধ্যাপকদের একটি গ্রুপে বাকিদের উদ্দেশ্যে কটুক্তি করেন ওই অভিযুক্ত অধ্যাপক।
নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বেনজির ভাষার ব্যবহার অধ্যাপকের। বুধবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এক অধ্যাপক তার বিরুদ্ধ মতের অধ্যাপক দের গবাদিপশুর সঙ্গে তুলনা করেন। এরপরই সমস্যার শুরু। জানা গিয়েছে খবর, অভিযুক্ত অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতির সম্পাদক।
আরও পড়ুন: ''কাদা মাখুন, শাঁখ বাজান, করোনা পালাবে!'' পরামর্শ দেওয়া বিজেপি সাংসদ করোনায় আক্রান্ত
গতকাল বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠক ছিল। সেখানে একটি বিষয় নিয়ে ভোটাভুটি হয়। ভোটে যাঁরা জেতেন তাঁদের মধ্যে ছিলেন অভিযুক্ত অধ্যাপকও। এরপরেই হোয়াটঅ্যাপে অধ্যাপকদের একটি গ্রুপে বাকিদের উদ্দেশ্যে কটুক্তি করেন ওই অভিযুক্ত অধ্যাপক।
সম্প্রতি প্রকাশ্যে আসা একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে, অভিযুক্ত অধ্যাপক লিখছেন, 'যে সকল মাস্টারমশাইরা আজও বাজারে গবাদি পশুর মত বিক্রি হন না, যাঁরা আজও শিক্ষক মর্যাদাকে প্রয়োজনে প্রাণের মূল্যে আগলে রাখেন, আজকের মিটিংয়ে তাঁদের ভূমিকা রবীন্দ্রভারতীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তাঁদের প্রত্যেককে প্রণাম জানাই।' স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায়। ঘটনায় বেজায় ক্ষুব্ধ অন্যান্য অধ্যাপকরাও।