নিজস্ব প্রতিবেদন : বিএসএফ-এর হাতে ধৃত গরু পাচারকারী। পাচারকারীকে ছিনিয়ে নিতে গুলি চালাল তার সঙ্গী সাথীরা। গুলিতে জখম হয়েছে ওই গরু পাচারকারী। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের শীতলকুচি এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ধৃত গরু পাচারকারীর নাম মহম্মদ আসাদুল হোসেন। শীতলকুচির বড়মরিচা এলাকায় সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়ে যায় জোরপাটকির বাসিন্দা মহম্মদ আসাদুল হোসেন। বড়মরিচা সীমান্তে সাত জনের একটি পাচারকারী দল গরু পাচার করে ফিরছিল। সেইসময়ই বিএসএফ-এর হাতে ধরা পড়ে যায় পাচারকারী দলের সদস্য আসাদুল।


বিএসএফ-এর হাতে আসাদুল ধরা পড়তেই তাকে বাঁচাতে অন্য গরু পাচারকারীরা বিএসএফ-এর উদ্দেশে গুলি ছুড়তে শুরু করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আসাদুলের বুকে লাগে। জখম হয় আসাদুল। রক্তাক্ত অবস্থায় এরপর বিএসএফ-এর জওয়ানরা আসাদুলকে নিয়ে মাথাভাঙা হাসপাতালে আসে চিকিৎসার জন্য। তার সঙ্গী সাথীদের ছোড়া গুলিতেই সে আহত হয়েছে বলে জানিয়েছে আসাদুল।


আরও পড়ুন, ভিড় এড়াতে অ্যালেন পার্কে ব্যারিকেড! পার্ক স্ট্রিটে বর্ষবরণ প্রস্তুতি খতিয়ে দেখলেন মুরলীধর শর্মা