বগটুই কাণ্ডে প্রথম গ্রেফতার CBI-এর, মুম্বই থেকে ধৃত ৪ সন্দেহভাজন : PTI
সিবিআই অফিসারদের ৬ জনের একটি দল বৃহস্পতিবার সকালে মুম্বই উড়ে যায়। তারপর সেখান থেকে ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করে।
নিজস্ব প্রতিবেদন : বীরভূম গণহত্যা কাণ্ডে প্রথম গ্রেফতার করল CBI। ৪ সন্দেহভাজনকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। সংবাদ সংস্থা PTI-এর তরফে এমনটাই জানানো হয়েছে।
PTI সূত্রে খবর, রামপুরহাট কাণ্ডের তদন্তকারী সিবিআই অফিসারদের ৬ জনের একটি দল বৃহস্পতিবার সকালে মুম্বই উড়ে যায়। তারপর সেখান থেকে ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে উড়িয়ে নিয়ে আসা হবে। তারপর তাদের রামপুরহাট আদালতে পেশ করা হবে। আদালতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে CBI। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে তেমনটাই জানা গিয়েছে বলে PTI সূত্রে উল্লেখ।
বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার ঘটনায় প্রথমে তদন্তভার ছিল রাজ্য সরকার গঠিত SIT-এর হাতে। পরে কলকাতা হাইকোর্ট বগটুই কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দেয়। আদালত জানায় যে, এখন থেকে তদন্ত করবে CBI। SIT আর তদন্ত করতে পারবে না। আদালতের নির্দেশের পরই তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
প্রসঙ্গত, ২১ মার্চ বগটুই গ্রামের বাসিন্দা তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পর, গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে মৃত্য়ু হয় ৮ জনের। সেই ঘটনায় রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি আনারুল হোসেনকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পরই তারাপীঠ থেকে তাঁকে গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিস।
অন্যত্র চাকরির বদলি, সস্তায় জিনিসপত্র বিক্রির টোপ, প্রতারণার নয়া পদ্ধতি চমকে ওঠার মত!