বোলপুরের পুর প্রশাসক পদে বদল, ইস্তফা সুশান্ত ভকতের
নয়া পুর প্রশাসক হলেন পর্ণা ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: বোলপুরের পুর প্রশাসক পদে ইস্তফা দিলেন সুশান্ত ভকত। বৃহস্পতিবার অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে ইস্তফা দেন তিনি। নয়া পুর প্রশাসক হলেন পর্ণা ঘোষ। সুশান্ত ভকতের এই ইস্তফা ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।
আরও পড়ুন: বাড়ছে করোনার প্রকোপ, বর্ধমানে পুরসভার বিয়ের বাড়ি এবার Safe Home
জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন, বোলপুর পুর এলাকায় বিজেপির কাছে হারের জন্য়ই সুশান্ত ভকতকে দলীয় নেতৃত্বের কোপের মুখে পড়তে হল। পুর প্রশাসকের পদ খোয়াতে হল। স্থানীয় বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, বিজেপির কাছে হারের ফলেই পুর প্রশাসককে পদ খোয়াতে হয়েছে। তিনি অসুস্থতার নাটক করে ইস্তফা দিয়েছেন।
আরও পড়ুন: ভোর থেকে লাইন দিয়েও মিলছে না টিকা, নাজেহাল প্রবীণরা
জানা গিয়েছে, একুশের বিধানসভা ভোটে বোলপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের চন্দ্রনাথ সিনহা। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়কে প্রায় ২২ হাজার ভোটে হারিয়েছেন তিনি। বিধানসভা আসনটি জিতলেও বোলপুর শহরে বিজেপির তুলনায় পিছিয়ে রইল শাসকদল। পরিসংখ্য়ান বলছে, বোলপুর পুর এলাকায় বিজেপির কাছে প্রায় ৬ হাজার ভোটে হেরেছে তৃণমূল। বোলপুর পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্য়ে ১৪টিতে ঘাসফুল শিবিরকে পিছনে ফেলে দিয়েছে গেরুয়া শিবির।
কেবলমাত্র ৪, ৫, ৮, ৯, ১২ ও ১৪ ওয়ার্ডে শাসকদলের মুখরক্ষা হয়েছে। বোলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। লোকসভার পর বিধানসভা ভোটেও তাঁর ওয়ার্ডে হেরেছে তৃণমূল। সুশান্ত ভকতের ১২ নম্বর ওয়ার্ডে ১২০ ভোটে হেরেছে শাসকদল। তবে, নয়া চেয়ারপার্সন পর্ণা ঘোষের ১৪ নম্বর ওয়ার্ডে ৩৯৩ ভোটে জিতেছে তৃণমূল।