বাড়ছে করোনার প্রকোপ, বর্ধমানে পুরসভার বিয়ের বাড়ি এবার Safe Home

বর্ধমান পুরসভার উদ্য়োগে তৈরি হল প্রথম সেফ হোম।

Updated By: May 13, 2021, 03:33 PM IST
 বাড়ছে করোনার প্রকোপ, বর্ধমানে পুরসভার বিয়ের বাড়ি এবার Safe Home

নিজস্ব প্রতিবেদন: পূর্ব বর্ধমান জেলায় বাড়ছে করোনার প্রকোপ। অতিমারি সামাল দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিল বর্ধমান পুরসভা (Burdwan Municipality)। লাকুড্ডির জলকল মাঠে পুরসভার যে বিয়ের বাড়ি রয়েছে, সেখানেই এবার তৈরি হচ্ছে করোনা সেফ হোম (Safe Home)। পুরসভার উদ্য়োগে এটাই প্রথম সেফ হোম (Safe Home)।

আরও পড়ুন: ভোর থেকে লাইন দিয়েও মিলছে না টিকা, নাজেহাল প্রবীণরা

জানা গিয়েছে, পুরসভার ওই সেফ হোমে থাকবে সব ধরনের সুযোগ সুবিধা। আপাতত ২৫ জনের থাকার ব্যবস্থা করা হবে। পরে বেডের সংখ্যা বাড়ানো হবে। বর্ধমান পুরসভার (Burdwan Municipality) ভারপ্রাপ্ত নির্বাহী আধিকারিক অমিত গুহ জানান, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্য়োগেই এই ব্যবস্থা। বিধায়ক খোকন দাস জানান, অন্য কাজ ভুলে প্রতিটি বিধায়ককে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। সেই নির্দেশই পালন করছেন তিনি। বিধায়ক আরও বলেন, "নার্সিংহোমগুলির বিরুদ্ধে যেভাবে বেশি টাকা নেওয়ার অভিযোগ আসছে, সেই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে (CMOH) ব্যবস্থা নিতে বলা হয়েছে।"

আরও পড়ুন: ৩দিনে খাঁচাবন্দি ২টি বিরাটাকার চিতাবাঘ, চা বাগানের শ্রমিকদের চোখে মুখে স্বস্তি

প্রশাসন সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। প্রতিদিন গড়ে ৬০০-৭০০ মানুষ সংক্রমিত হচ্ছেন। এর মধ্যে বর্ধমান শহরের সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই অবস্থায় সরকারি চিকিৎসা ব্যবস্থারও বেহাল অবস্থা। বর্তমানে জেলায় কৃষি খামারে একটি সরকারি সেফ হোম থাকলেও, যে হারে আক্রান্তের সংখ্য়া বাড়ছে তাতে আরও সেফ হোম দরকার। 

.