নিজস্ব প্রতিবেদন : শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপর উত্তেজনা ছড়াল রায়গঞ্জে। বেসরকারি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালাল মৃত শিশুর পরিজনরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিসবাহিনী। অভিযোগ, উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হরিরামপুরের সুরহরের বাসিন্দা ১০ মাসের রাহুল বর্মনের পায়ের হাড়ে সমস্যা ছিল। শিশুটির পায়ের হাড় বাঁকা ছিল। চিকিত্সার জন্য শিশুটিকে রায়গঞ্জের নার্সিংহোমে ভর্তি করে বাড়ির লোক। পায়ের হাড় সোজা করতে করা হয় অস্ত্রোপচার। অভিযোগ, শুক্রবার রাহুলের পায়ের প্লাস্টার কাটার পর ফের ওই পায়েই দ্বিতীয়বার অস্ত্রোপচারের সিধান্ত নেন চিকিৎসক। সেই অস্ত্রোপচারের পর শিশুটির আর জ্ঞান ফেরেনি বলে অভিযোগ।


আরও পড়ুন, মৃত ব্যক্তিকে জীবন্ত দেখিয়ে বিল বাড়ানোর অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে


এই খবর পাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন শিশুর আত্মীয়রা। নার্সিংহোমে ব্যপক ভাঙচুর চালান মৃত শিশুর আত্নীয়রা। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুরু হয় ব্যাপক হাতাহাতি। তবে শিশুমৃত্যুর ঘটনায় নার্সিংহোম কতৃপক্ষের তরফে কেউ মুখ খুলতে চাননি।