Malbazar: ছট পেরিয়ে গেল, এখনও পরিষ্কার হল না নদীঘাট...
Malbazar: ছটপুজো উপলক্ষে বিভিন্ন নদীঘাট সাজিয়ে তোলা হয়েছিল। মাল ব্লকের চেল ঘীস নদীঘাটগুলি কলাগাছ-সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। ছট-পর্ব শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সেইসব নদীঘাট পরিষ্কার হয়নি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছটপুজো উপলক্ষে বিভিন্ন নদীঘাট সাজিয়ে তোলা হয়েছিল। মাল ব্লকের চেল ঘীস নদীঘাটগুলি কলাগাছ-সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। ছট-পর্ব শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সেইসব নদীঘাট পরিষ্কার হয়নি। আর এতেই বিভিন্ন নদীঘাট অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। নোংরা হয়ে রয়েছে নদীঘাট-এলাকা।
আরও পড়ুন: Murshidabad: কোয়েলের ভাইফোঁটা দীর্ঘদিন 'নিখোঁজ' সুজয়কে ফিরিয়ে দিল মায়ের কোলে...
আজ, মঙ্গলবার দুপুরেও দেখা গেল চেল ঘীস নদীর ঘাটে প্রচুর কলাগাছ পড়ে রয়েছে। বেশ কিছু গাছ নদীর জলেও পড়ে রয়েছে। নদীতে পড়ে রয়েছে ফুল ফল-সহ প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি সামগ্রী। কবে পরিষ্কার হবে, কীভাবে পরিষ্কার হবে-- এসব এ নিয়ে ভাবছেন স্থানীয় মানুষজন।
এ ব্যাপারে ওদলাবাড়ি পরিবেশপ্রেমী সংগঠন 'নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি'র সম্পাদক সোমা বোস সেনগুপ্ত বলেছেন, ঠিকঠাক ভাবে পুজো হয়ে গিয়েছে, এটা আনন্দের খবর। আমরাও পুজো দেখতে এসেছিলাম, তবে, পুজোর পরে নদীঘাটগুলি পরিষ্কার করার দরকার ছিল। তিনি আরও জানান, এই মুহূর্তে নদীর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে কলাগাছ-সহ পুজোর বিভিন্ন সামগ্রী। এই ভাবে এইসব পড়ে থাকলে নদীর ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়।
আরও পড়ুন: Jagaddhatri Puja 2023: ৮২ বছর আগে বেলুড় মঠের সারদাপীঠে শুরু জগদ্ধাত্রী পুজো...
সোমা বোস সেনগুপ্ত যোগ করেন-- পড়ে-থাকা ওই কলাগাছগুলি যদি বন দফতরের অনুমতি নিয়ে কোনও জঙ্গল-এলাকায় ফেলা হত, তাহলে হয়তো তা হাতিদের খাদ্য হত। এরপর এই কলাগাছ আর হাতি খাবে না। কারণ তখন সব শুকিয়ে যাবে। তাই অবিলম্বে পুজো কমিটিগুলির উচিত হবে, নদীঘাটগুলি পরিষ্কার করা। কলাগাছ-সহ বিভিন্ন সামগ্রী নদী থেকে তুলে অন্যত্র ফেলে দেওয়া দরকার।