অর্ণবাংশু নিয়োগী: রাজধানী এক্সপ্রেস অপহরণে এনআইএ মামলায় ধৃত ছত্রধর মাহাতোকে শর্ত সাপেক্ষে জামিন দিল হাইকোর্ট। এই জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বিচার প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে। রাজধানী এক্সপ্রেস অপহরণের মামলা গ্রেফতার হন একদা পুলিসি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Partha Chatterjee: পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে, এরই মধ্যে কী বললেন পার্থ?


এর আগে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তারা চার্জশিট পেশ করেছিল। ৫০ পাতার চার্জশিটে নাম ছিল মাওবাদী নেতা কিষেনজি, ছত্রধরের ভাই শশধর মাহাতো-সহ ১৩ জনের। ২০০৯ সালে ঘটনার ১১ বছর পর ২০২০ সালে তদন্ত হাতে নেয় এনআইএ। এই মামলায় এখনও কিছু অভিযুক্ত ফেরার। এখনও চার্জশিট দেয়নি এনআইএ। এই অবস্থায় তাই ছত্রধরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত।


তবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার ঢুকতে পারবেন না ছত্রধর। সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ, দ্রুত এই ট্রায়াল শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা জজকে। প্রসঙ্গত, ২০১০ সালের মে মাসে ঝাড়গ্রামের কাছে সড়ডিহায় লাইনচ্যুত হয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। উল্টোদিকে থাকা মালগাড়ির সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয় ১৪৮ জন যাত্রীর। এর মধ্যে ১৭ জনের দেহ চিহ্নিত করা যায়নি। ওই ঘটনায় নাশকতার অভিযোগ উঠেছিল মাওবাদী এবং তাঁদের সহযোগী জন সাধারণ কমিটির বিরুদ্ধে। 



আরও পড়ুন, ISKCON Bans Amogh Lila Das: রামকৃষ্ণ বিবেকানন্দের কুৎসা! চাপের মুখে অমোঘলীলাকে 'ব্যান' করল ইসকন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)