বোর্ড গঠনে জেলায় জেলায় অশান্তিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ মন্ত্রীদের
পঞ্চায়েত বোর্ড গঠনের সময়ে জেলার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি মন্ত্রীদেরই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় গণ্ডগোলে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের কড়া সতর্কবার্তা তাঁর। দেগঙ্গার অশান্তি নিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ধমক মুখ্যমন্ত্রীর। জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর নির্দেশ, ‘দেগঙ্গায় কী সব হচ্ছে? দেখো কী হচ্ছে সেখানে, নজর রাখো এলাকার ওপর। সামলাও তুমি।’
পঞ্চায়েত বোর্ড নিয়ে সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসে। কোথাও বোমাবাজি, কোথাও গুলি চলে। কয়েকটি জেলা থেকে মৃত্যুর খবরও আসে। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে সতর্ক করেন তিনি। তাঁর নির্দেশ, পঞ্চায়েতের বোর্ড গঠনের সময়ে সতর্ক থাকতে হবে জেলার মন্ত্রীদেরই। গণ্ডগোল যাতে না হয়, সে বিষয়টি দেখতে হবে।
পঞ্চায়েত বোর্ড গঠনের সময়ে জেলার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি মন্ত্রীদেরই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: পুরুলিয়ায় বোর্ড গঠনে চলল গুলি, নিহত ১
প্রসঙ্গত, সোমবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর আসে। পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে মালদহের মানিকচকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। বোমাবাজিতে মৃত্য ১ জনের। সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়েছে তিন বছরের এক শিশুও।
পুরুলিয়ার জয়পুর ব্লকে। বোর্ড গঠন নিয়ে গন্ডগোলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। বোর্ড গঠন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পুরুলিয়ার রঘুনাথপুর এলাকাও। বিজেপির অভিযোগ, এলাকায় অস্ত্র ও বন্দুক হাতে তাণ্ডব চালাচ্ছেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। সোমবার সকালে এলাকায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন: রাস্তা কেটে চলছে বিক্ষোভ, পঞ্চায়েত বোর্ড গঠনের পর উত্তপ্ত চোপড়া
অন্যদিকে, পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়ায়। লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেই এলাকার পশ্চিমটোলা গ্রামে ব্যপক সংঘর্ষ হয়।ছড়রা গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী। এলাকায় বিভিন্ন রাস্তা কেটে চলছে বিক্ষোভ, অবরোধ।
বোমাবাজি, গুলির লড়াইতে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়াও। উলুবেড়িয়ার শ্যামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বোমাবাজি। তৃণমূল বিধায়ক পুলক রায়কে লক্ষ্য করে ইটবৃষ্টি অভিযোগ। আলিপুরদুয়ারের ফালাকাটায় পঞ্চায়েত বোর্ড গঠন নিয়েও সংঘর্ষ হয় দুপক্ষের।