নিজস্ব প্রতিবেদন: রাজ্যজুড়েই সোমবার পালিত হল রথযাত্রা। গত বছরের মতো এবারও ধুমধাম করে রথযাত্রা করা যায়নি করোনার কারণে। তবে অল্প লোকজন নিয়ে রথযাত্রা করতে গিয়েও ঘটে গেল ভয়ঙ্কর অঘটন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-NEET UG EXAM 2021: অবশেষে নিট পরীক্ষার দিন ঘোষণা, কাল থেকে শুরু রেজিস্ট্রেশন


সোমবার রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের মাধাইপুর এলাকায়।


স্থানীয় সূত্রে খবর মাধাইপুরের রূপ সনাতন মন্দিরে রথযাত্রা উপলক্ষ্যে রথ সাজানো হচ্ছিল। গ্রামের বহু মানুষের সঙ্গে সেই কাজে হাত লাগিয়েছিল বছর সাতের এক ছেলেটিও। কিন্তু কোনওক্রমে রথের চাকা গড়িয়ে যায়। আর তাতেই চাপা পড়ে যায় সে।


আরও পড়ুন-Mehul Choksi: স্বাস্থ্যের অবনতি চোকসির, Dominica হাইকোর্টে জামিন মঞ্জুর


আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে আনা হয় মালদহ মেডিক্যাল কলেজে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)