নিজস্ব প্রতিবেদন:  সকাল ৮টা থেকে রাত ১০টা। এসএসকেএম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেও চিকিৎসা পেল না ৬ বছরের শিশু।  এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের ।
 সোনারপুর রাধাগোবিন্দপল্লির সৌম্য বৈদ্যের বয়স ৬ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে,  বছর খানেক আগে মাথার ব্যথা শুরু হয়।
এক সপ্তাহ আগে স্ক্যান করে ধরা পড়ে শিশুটির ব্রেন টিউমার হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় চিকিৎসকের পরামর্শে বুধবার সকাল ৮টা নাগাদ ছেলেটিকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউরো মেডিসিন বিভাগে। এরপর রক্ত পরীক্ষার জন্য স্থানান্তরিত করা হয় হাসপাতালের বাইরে। বেসরকারি জায়গায় তার রক্ত পরীক্ষা হয়।


পরে হাসপাতাল থেকে এমআরআই করাতে বলা হয়।  এরপর সৌম্যকে শিশু বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোথাও তার উপযুক্ত চিকিৎসা হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী নিজেই লকডাউন মানেননি, রাজনৈতিক কারণেই এই সিদ্ধান্ত', বিস্ফোরক দিলীপ


সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বিভাগে ঘুরে বেরাতে হয় ছোট্ট শিশুটিকে নিয়ে। কিন্তু শেষে রাতে বাড়ি ফিরে যান পরিবারের সদস্যরা । এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন পরিবারের লোকজনেরা। যদিও হাসপাতালের তরফে এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।