রাতে গ্রাম থেকে গরু টেনে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ
আতঙ্কে এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদন: মাল নদীর পাশে মালবাজার শহর ঘেঁষা এলাকা ক্ষুদিরাম পল্লী। ঘন জনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় এবার চিতাবাঘের হানা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এর আগে এই এলাকায় চিতাবাঘের (chitabagh) হানার অভিযোগ সেভাবে ছিল না। এলাকার প্রবীণ নাগরিক সহিদুল ইসলাম বলেন, রাতে আমরা সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ কুকুরের (dog) চিৎকারে ঘুম ভাঙে। গিয়ে দেখি গোয়ালঘরে একটি গরু (cow) জখম হয়ে ছটফট করছে। চিতাবাঘের পিছনের অংশটিও দেখতে পাই। সম্ভবত গরুটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল চিতাবাঘটি। আমরা সকলেই বিষয়টি নিয়ে আতঙ্কে আছি।
আরও পড়ুন: হাওড়ায় পরিবর্তন যাত্রা বিজেপি'র; তৃণমূল জানাল, মানুষ মমতাকেই চাইছে
স্থানীয়দের দাবি, এলাকায় গবাদিপশুর (cattle) লোভেই সম্ভবত চিতাবাঘটি এসেছিল। এ নিয়ে এলাকাবাসীরা দুশ্চিন্তায়। সন্ধে থেকে এলাকাবাসীরা এলাকা টহল দিতেও শুরু করেছেন। সমস্ত বিষয়টি বনবিভাগকে (forest department) জানানো হয়েছে। গরুমারা বন্যপ্রাণ (garumara wildlife) বিভাগের আওতাধীন মালবাজার স্কোয়াডের বনকর্মীরা বাসিন্দাদের কাছ থেকে এলাকায় চিতাবাঘের হানার খবর নিয়েছেন। এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরাও।
আরও পড়ুন: হঠাৎই আগুন জঙ্গলে, উদ্বিগ্ন বন দফতর