জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদ্যালয় বার্ষিক পরীক্ষা চলাকালীন ছাত্রদের মোবাইল আটক করেন প্রধান শিক্ষক। এরপরে সেই মোবাইল ফেরত পেতে পরীক্ষা শেষে লাঠি বাঁশ নিয়ে স্কুলের অস্থায়ী কর্মীর উপর আক্রমণ ছাত্রদের। এই ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই অস্থায়ী কর্মীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। বুধবার ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ছিল। সেই সময় সব ছাত্র-ছাত্রীদের মোবাইল নিয়ে আসতে বারণ করা হয়েছিল।  


আরও পড়ুন: Basirhat: প্রেমিককে নিয়ে স্বামীকে খুন? স্ত্রীর চুল কেটে গণধোলাই পড়শিদের!


বিদ্যালয়ের পক্ষ এই নির্দেশ দেওয়ার পরেও পরীক্ষা দিতে অনেকই মোবাইল নিয়ে আসে। পরীক্ষার আগে সেই মোবাইলগুলো আটকে রাখলেও পরীক্ষার পরে যারা অভিভাবক নিয়ে এসেছে তাদেরকে মোবাইল হস্তান্তর করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।


কিন্তু কিছু ছাত্র-ছাত্রী অভিভাবকদের না নিয়ে এসে উলটে লাঠিসোটা নিয়ে হঠাৎ চড়াও হয়, অস্থায়ী কর্মী শিবু শী-এর উপরে।


আরও পড়ুন: Bankura Accident: রাস্তায় মিলল দেহ, বোনের জন্য ফুচকা কিনে আর ফেরা হল না দাদার


এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুল চত্বরেই পড়ে যান ওই অস্থায়ী কর্মী। তাকে ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


ঘটনা তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিস। ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। স্কুলের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিস।


এটা নিয়ে পুলিস সূত্রের বক্তব্য, ছাত্র পরে ফিরে এসে মোবাইল কবে পাওয়া যাবে তাই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এই কেয়ারটেকার যার ৬০ বছর তিনি সেখানে ছিলেন। কিন্তু তাঁর সঙ্গে করাও কোনও বচসা হয় নি। কেউ ওনাকে মারধর করেছে এমন খবর পুলিস পায়নি। পুলিস জানতে পেরেছে, ওনার একটি কল আসে। সে সময় তিনি কিছুটা দূরে গিয়ে ফোনে কথা বলছিলেন। তখন অসুস্থ পড়েন। কয়েকজন ছাত্র তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)