Howrah: ডোমজুড়ে তৃণমূলের `গোষ্ঠী সংঘর্ষ`, আহত ৩
বিক্ষোভের মুখে পুলিসও।
নিজস্ব প্রতিবেদন: হাওড়ায় তৃণমূলের 'গোষ্ঠী সংঘর্ষ'। আহত হলেন দু'পক্ষের ৩ জন। পুলিসকে ঘিরেও চলল বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠল ডোমজুড়ের সলপ এলাকা।
একসময়ে ডোমজুড়ের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভার ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিনি। দলবদলের পর প্রার্থী হয়েছিলেন নিজের পুরনো কেন্দ্রেই, কিন্তু জিততে পারেননি। ডোমজুড়ের বিধায়ক নির্বাচিত হন তৃণমূলের কল্যাণ ঘোষ। এদিন সকালে ডোমজুড়ের সলপ ১ নম্বর পঞ্চায়েতের ডাঁসি এলাকায় তৃণমূলের ২ গোষ্ঠীর সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পুলিসকর্মীরাও।
আরও পড়ুন: MLA Shyamal Mandal: প্রাণসংশয় রয়েছে, পুলিসের কাছে নিরাপত্তা বাড়ানোর আর্জি বাসন্তীর বিধায়কের
কেন এমন পরিস্থিতি? তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য মেহেরান বেগমের অভিযোগ, 'ছেলেদের মধ্যে সামান্য গন্ডগোলকে কেন্দ্র করে আমার বাড়িতে হামলা চালিয়েছে বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীরা। আমার ছেলে ও দেওরের মাথা ফাটিয়ে দিয়েছে'। বিধায়কের পাল্টা দাবি, 'এটা পারিবারিক ঘটনা। এর সঙ্গে দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই'। পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি।