সোমা মাইতি: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। সিপিএম-তৃণমূল সংঘর্ষ। চলল বোমা-গুলিও! গুলিবিদ্ধ হলেন ৪ তৃণমূল কর্মী। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে দু'পক্ষই। ঘটনাস্থল সেই ডোমকল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে নেমেছে পড়েছেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরাও। পিছিয়ে নেই নির্দলরাও। ব্যতিক্রম নয় মুর্শিদাবাদও।


স্থানীয় সূত্রে খবর, এদিন ডোমকলের জোতকানাই এলাকার তুলসীপুর ভোটের প্রচার করছিলেন স্থানীয় সিপিএম কর্মীরা। তৃণমূলের অভিযোগ, সেই মিছিল থেকে তাঁদের উপর হামলা চালানো হয়। সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ! কেন? দু'পক্ষের মধ্য়ে সংঘর্ষ বেধে যায়। এরপরই নাকি গুলি চলে!  যাঁরা গুলিবিদ্ধ হন, তাঁদের প্রথম নিয়ে যাওয়া হয় ডোমকল হাসপাতালে। পরে সকলকেই স্থানান্তরিক করা হয় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল। দ্রুত খালি করে দেওয়া হয় এলাকা। তবে কীভাবে গুলি চলল? কারা গুলি চালাল? তা স্পষ্ট নয় এখনও। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ  করছে পুলিস।



আরও পড়ুন: WB Panchayat Election 2023: সন্ধে হলেই সার্চ লাইট জ্বেলে চলছে ভোটপ্রচার! অরণ্য-রহস্য?


কী প্রতিক্রিয়া তৃণমূলের? দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'আমরা উন্নয়ন ও সামাজিক প্রকল্পের উপরে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভোট চাইছি। বিরোধী জানে, হারবে, পারবে না। ইচ্ছাকৃতভাবে এই অশান্তি করছে। যেটা দেখিয়ে কোর্টে কাঁদতে যাবে। কেন্দ্রকে লিখবে, বাহিনী আনবে। হিংসার ছবি তাদের দরকার। বিরোধীরা মৃতদেহের রাজনীতি করছে'। 


তখন পঞ্চায়েত ভোটের মনোনয়ন ভোটের মনোনয়ন পর্ব চলছে। দ্বিতীয় দিনেউ উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ডোমকল। অভিযোগ, বিডিও অফিস চত্বরেই সিপিএম কর্মীদের মারধর করেন তৃণমূলকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিসকে।



 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)