নিজস্ব প্রতিবেদন:  শাসকদলের গোষ্ঠী সংঘর্ষের মাঝে পড়ে আহত স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের চণ্ডীপুর গ্রামে। আহত ছাত্রীকে বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নাম না করে শোভনের জন্য দরজা খোলা রাখলেন দিলীপ!


এলাকা দখল নিয়ে নানুরের দুই তৃণমূল নেতা কাজল শেখ ও গদাধর হাজরার মধ্যে বিবাদ দীর্ঘদিনের। আহত ছাত্রী নাজমুনেসা খাতুনের বাবারও তৃণমূল কর্মী। তিনি এলাকায় স্থানীয় তৃণমূল নেতা আনারুল গোষ্ঠীর লোক বলে পরিচিত। বুধবার রাতে  অপর গোষ্ঠীর লোজজন হামলা চালায় বলে অভিযোগ।


আরও পড়ুন: পঞ্চায়েত উপপ্রধানের বাবাকে লক্ষ্য করে গুলি, বোমা


ঘটনার সময়ে স্কুলছাত্রী নিজের বাড়িতেই ছিল। বাড়িতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। চলে বেপরোয়া ভাঙচুর, বোমাবাজি। উত্তপ্ত হয়ে ওঠে গোটা চণ্ডীপুর গ্রাম। আহত নাজমুনেসা খাতুন দশম শ্রেণির ছাত্রী। বোমার আঘাতে আহত হয় সে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করান।


খবর পেয়ে রাতেই গ্রামে ঢোকে পুলিস। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় চলছে পুলিসি টহল। এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।