নিজস্ব প্রতিনিধি : স্কুলজীবন শেষ হওয়ার 'উচ্ছ্বাস'। ক্লাসরুম ভেঙে তছনচ করে দিল দ্বাদশ শ্রেণির ছাত্ররা। জলপাইগুড়ি হাইস্কুলের এই ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিল শিক্ষামহলে। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সত্যিই তো। স্কুল লাইফ শেষ। কম কথা? একটু উচ্ছ্বাস হবে না? কিন্তু সেই উচ্ছাসের এমন নমুনা হবে কেউ ভাবতেই পারেননি।



ক্লাসঘরের ফ্যান, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, এমনকি বাথরুমটাও ভেঙেচুরে চুরমার করে দিয়ে গেল তারা। টুয়েলভয়ের ছাত্রদের উচ্ছ্বাসের হাত থেকে রেহাই পায়নি কোনওকিছুই। টেস্ট পরীক্ষার আগে ক্লাসরুমকে কার্যত ধংস্বস্তুপে পরিণত করল জলপাইগুড়ি হাইস্কুলের ছাত্ররা। সিনিয়রদের এহেন আচরণে স্তম্ভিত জুনিয়রাও।


তিন ছাত্রের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। নিজেদের খরচে স্কুল সারাই করে না দিলে অভিযুক্ত কোনও ছাত্রকেই টেস্ট পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে স্কুল।


আরও পড়ুন- ঘরের কাজ না করায়, মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী কিশোরী