ওয়েব ডেস্ক: পরীক্ষায় খাতা জমা দিতে দেরির শাস্তি। ক্লাস টেনের ছাত্রীকে বেধড়ক মার শিক্ষকের। সারা গায়ে কালসিটে, চোট-আঘাত। ময়নাগুড়ির সাপ্টিবাড়ি ভোটতলি কালুয়ামোহন হাইস্কুলের এই ঘটনায় উত্তেজনা চরমে। অভিযুক্ত নরেশ চন্দ্র অধিকারী স্কুলে পার্শ্বশিক্ষক হিসেবে নিযুক্ত। গতকাল ভূগোল পরীক্ষা ছিল। সমিতা রায় নামে ক্লাস টেনের ছাত্রীও পরীক্ষা দিতে যায়। ওই পার্শ্বশিক্ষক পরীক্ষা শেষে ছাত্রীর খাতা চাওয়ার পর, তা দিতে সামান্য দেরি হয় তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জলপাইগুড়ি এলআইসি কর্মী খুন কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত


দাবি ছাত্রীর পরিবারের। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই শিক্ষক।অভিযোগ, বেধড়ক পেটানো হয় ছাত্রীকে। জখম অবস্থায় বাড়ি ফেরার পর পরিবারের লোকজন তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিত্‍সার জন্য নিয়ে যায়। ছাত্রীর পরিবারের অভিযোগ, ওই পার্শ্বশিক্ষক এমন নৃশংস কাণ্ড ঘটালেও প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে নির্বিকার। এমনকি ছাত্রীর চিকিত্‍সার কোনও বন্দোবস্তও স্কুলের তরফে করা হয়নি বলে অভিযোগ।   


আরও পড়ুন  পুরুলিয়ায় ডাইনি অপবাদে গ্রামছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী