নিজস্ব প্রতিবেদন: ভোটের শেষ দফাতেও শহরবাসীর রেহাই মিলল না গরম থেকে। কলকাতার আকাশে মেঘের সঞ্চার হওয়ার কারণে পূর্ব কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগানা এলাকায় বেলা ৩টের পর বৃষ্টি নামলেও কলকাতায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । এছাড়াও উত্তর ২৪ পরগনার কিছু এলাকাতেও মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন একই সময় ঝড়-বৃষ্টি হয় শিলিগুড়ি ও তার লাগোয়া দার্জিলিং-এর কিছু এলাকায়। আগামী কয়েকঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বনাঞ্চলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অগ্নিগর্ভ ভাটপাড়া, চলছে বোমাবৃষ্টি, মদন মিত্র গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ


আগামীকাল দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভবনা একেবারেই কম। উল্লেখ্য, উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সে ঝড় বৃষ্টি জারি থাকবে। আগামী বুধবার ফের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। আগামী বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ বঙ্গে সর্বোচ্চ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তরাই ও ডুয়ার্সে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি।