নিজস্ব প্রতিবেদন: প্রশাসনিক বৈঠক, গন্তব্য বাঁকুড়া। সময় বাঁচাতে হেলিকপ্টারে সওয়ার মুখ্যমন্ত্রী। কিন্তু, তাতেও ফুরসত নেই। জরুরি কাজ সেরে নিলেন হেলিকপ্টারেই। চোখ বোলালেন পুরুলিয়ার মানুষের দাবি দাওয়ায়। পাশে বসে কাগজ এগিয়ে দিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। শুধু আম জনতা নয়। দিদির কাছে দাবি দাওয়া রেখেছে পুরুলিয়ায় বিধায়করাও। চটজলদি সব কাগজেই চোখ বুলিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন দরকারি নির্দেশও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আকাশেই জন্ম হল নবজাতকের, 'দাইমা' হলেন বিমান সেবিকা


প্রসঙ্গত উল্লেখ্য, এদিন পুরুলিয়ার কর্মিসভায় নাম না করেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। যখন এলাকায় মাওবাদী দৌরাত্ম্য ছিল, তখন কাউকে পাশে পায়নি পুরুলিয়া। এখন যখন শান্তি ফিরেছে, তখন মিথ্যা বলে কিছু লোক তোলা আদায় করছে। পুরুলিয়ায় কর্মিসভায় বললেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পাশের রাজ্যে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল। তৃণমূল সরকার সেই জমি ফেরাবার ব্যবস্থা করে।"