সৌগত রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ
শিশুদের হাতে রং, পিচকিরি তুলে দিতে দেখা যায় সৌগত রায়কে।
নিজস্ব প্রতিবেদন: দোলের আগে অনুষ্ঠানে শিশুদের মধ্যে রং-পিচকিরি বিলি। সৌগত রায়ের বিরুদ্ধে উঠল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ।
মঙ্গলবার বেলঘড়িয়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌগত রায়। অনুষ্ঠানমঞ্চ থেকে শিশুদের মধ্যে দোলের আগে রং ও পিচকিরি বিতরণ করা হয়। শিশুদের হাতে রং, পিচকিরি তুলে দিতে দেখা যায় সৌগত রায়কে। নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরও তিনি কীভাবে এই কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। সৌগত রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন বিরোধীরা।
বিজ্ঞানসম্মত কারণেই প্রতিস্থাপনের অযোগ্য ছয় বছরের খুদের অঙ্গ, ব্যর্থ হল অঙ্গদানের ইচ্ছে
প্রসঙ্গত, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আচরণ বিধি নিয়ে তত্পর নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যাতে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তার জন্য এবার আরও তৎপর নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সংক্রান্ত যে কোনও রকম তথ্য নিয়ন্ত্রণে রাখতে এবার মডেল 'কোড অফ কন্ডাক্ট' এর মতো ব্যবস্থা চালু করার প্রস্তাব দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।