নিজস্ব প্রতিবেদন: অধীর চৌধুরী রাজ্য কংগ্রসের সভাপতি হওয়ার পর রাজ্যের সাংগঠনিক স্তরে নতুন কমিটি গঠন করল কংগ্রেস। রাজ্যের সুপারিশ মতো সেই প্রস্তাবে সিলমোহর দিলেন সোনিয়া গান্ধী। অল ইন্ডিয়া কংগ্রেসের তরফে আজ বিভিন্ন কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চল, রাস্তায় সাজি ডাবল ডেকার, আর কবিতায়...


কংগ্রেসের তরফে এক বিবৃতিতে রাজ্যের একাধিক কমিটির সম্পাদক, আহ্বায়ক, বিভিন্ন জেলার সভাপতি, কার্যনির্বাহী সভাপতির তালিকা প্রকাশ করা হয়েছে।


কোঅর্ডিনেশন কমিটি


চেয়ারম্য়ান-প্রদীপ ভট্টাচার্য


বাদল ভট্টাচার্য-আহ্বায়ক


দিবেন্দু মিত্র-সহ-আহ্বায়ক


প্রচার কমিটি


অভিজিত্ মুখোপাধ্যায়-সম্পাদক


তুলসী মুখোপাধ্যায়-আহ্বায়ক


ম্য়ানিফেস্টো কমিটি


আব্দুল মান্নান-সম্পাদক


অমিতাভ চক্রবর্ত্তী-আহ্বায়ক


ভাইস প্রসিডেন্ট


অসিত মিত্র, ড. সুখবিলাস বর্মা, সর্দার আমজাদ আলি, ড. আব্দুস সাত্তার, ডি পি রায়, দীপ্তীমান ঘোষ, প্রশান্ত দত্ত, দেবব্রত বসু, মায়া ঘোষ, মহাম্মদ মুখতার, রীতেশ দত্ত।


শৃঙ্খলারক্ষা কমিটি


অরুণাভ ঘোষ, সুপ্রিয় বসু, কাজী আব্দুর রহিম, দীপ্তিমান ঘোষ।


প্রদেশ নির্বাচন কমিটি


অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, এ এইচ খানচৌধুরী, দীপা দাসমুন্সী, অভিজিত্ মুখোপাধ্যায়, সর্দার আমজাদ আলি, ডি পি রায়, কাজী আব্দুর রহিম, শঙ্কর মালাকার, নেপাল মাহাত, শুভঙ্কর সরকার, মইনুল হক, অসিত মিত্র, মুস্তাক আলম, মনোজ চক্রবর্ত্তী, ফিরোজা বেগম।


আরও পড়ুন-গত ১৩ দিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১০ লাখ, তবে নামছে দৈনিক সংক্রমণের গ্রাফ!


জেলা  সভাপতি


হুগলি-সঞ্জয় চট্টোপাধ্যায়, বীরভূম-মিল্টন রশিদ, পুরুলিয়া-নেপাল মাহাত, বাঁকুড়া-নীলমাধব গুপ্ত, পশ্চিম বর্ধমান-দেবেশ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান-প্রবীর গঙ্গোপাধ্যায়, ঝাড়গ্রাম-তাপস মাহাত, পশ্চিম মেদিনীপুর- সমীর রায়, পূর্ব মেদিনীপুর- মানস কর মহাপাত্র, হাওড়া-পলাশ ভান্ডারী, দক্ষিণ কলকাতা-প্রদীপ প্রসাদ, বড়বাজার-মানস শর্মা, উত্তর কলকাতা-রানা রায়চৌধুরী, মধ্য কলকাতা-সুমন পাল-দক্ষিণ ২৪ পরগনা-২-জয়ন্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা-১-মনোরঞ্জন হালদার।