গত ১৩ দিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১০ লাখ, তবে নামছে দৈনিক সংক্রমণের গ্রাফ!

Oct 12, 2020, 15:18 PM IST
1/5

সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ লাখ পার হয়ে গেল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন আরও ৬৬,৭৩২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা ৭১,২০,৫৩৮।

2/5

রবিবার দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ৭০ হাজারের নীচে। সোমবার তা ফের কমলো। সেপ্টেম্বরের পর এই প্রথম এতটা নামল করোনা সংক্রমণ।

3/5

দেশে ৭১ লাখ আক্রান্তের মধ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮,৬১,৮৫৩। ৬১,৪৯,৫৩৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রাণ হারিয়েছেন ১,০৯,১৫০ জন।

4/5

মহারাষ্ট্রের পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। উদ্ধব ঠাকরের রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫,২৮,২২৬ জন। মৃত্যু হয়েছে ৪০,৩৪৯ জনের।  

5/5

উল্লেখ্য, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ পার হয়েছিল ৭ অগাস্ট। ২৩ অগাস্ট তা ৩০ লাখ পার করে যায়।  সেপ্টেম্বরের ৫ তারিখে তা বেড়ে ৫০ লাখের বেশি হয়ে যায়। ২৮ সেপ্টেম্বর আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ৬০ লাখ পার করে। অক্টোবরের ১১ তারিখ তা ৭০ লাখ পার করে যায়।