নিজস্ব প্রতিবেদন : ফের করোনা সংক্রমণে রেকর্ড পশ্চিমবঙ্গে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোভিড গ্রাফ ক্রমশ ঊর্ধমুখী। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২৮১ জনের। একদিনে প্রায় ১৪০০ ব্যক্তি সংক্রমিত হয়েছেনষ উদ্বেগ বাড়ছে। চিন্তিত চিকিৎসকরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:PPE KIT পরে বাজারে Rakhi Sawant, ভাইরাল ভিডিও


রাজ্যে করোনায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৮০২ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৮ হাজার ০৬১ জন ।২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৮৪ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতায়, প্রায় তিনহাজার ছুঁয়েছে আক্রান্তের সংখ্যায় । সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগণায়। গত ২৪ ঘণ্টায় শহরে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৭০ জন। তারপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগণা। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২১ জন। 


আরও পড়ুন:বিধি ভেঙে মেলা লোক নিয়ে সভা Mithun-র! কমিশনে নালিশ TMC-র


প্রতি ১০০ জনের টেস্ট হলে তার মধ্যে আক্রান্ত হচ্ছেন ২৫ জন, অর্থাৎ প্রতি ৪ জনে ১জন আক্রান্ত, পরিবার পরিজনদের নিয়ে উদ্বেগ বাড়ছে সকলের। পশ্চিমবঙ্গের অবস্থাও ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। হাসপাতালে বেড নেই, সেফ হোম বা কোয়ারেন্টিন সেন্টার ফুল, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সময়মত মিলছে না রক্তও , এই অবস্থায় দাঁড়িয়েও মাস্ক নেই অনেকের মুখে। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়েও জমসভার ভিড় জমাচ্ছেন মানুষ। মুখে মাস্ক ছাড়াই চলে যাচ্ছেন তারকা দর্শনে। একের পর এক ভিডিওতে বার্তা দিচ্ছেন বিশিষ্টরা। এবার অন্তত সতর্ক হোন মানুষ, আর্জি আক্রান্ত পরিবারের সদস্যদের।