Corona Update: ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক স্থগিত রাখার সিদ্ধান্ত পর্ষদের
এর আগে এর আগে সিবিএসই পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক।
নিজস্ব প্রতিবেদন: করোনার সতর্কতায় কার্যত লকডাউন পরিস্থিতি গোটা বিশ্বজুড়ে। ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে একাধিক বোর্ডের পরীক্ষা। এবার করোনার জেরে স্থগিত করা হল দুটি পরীক্ষা। ২৩ ও ২৫ মার্চ দ্বাদশ শ্রেণির দুটি পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত হচ্ছে ২৭ তারিখ অতিরিক্ত বিষয়ের পরীক্ষাও। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে, ওই দুটি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে। এরপর কবে পরীক্ষা হবে তা এখনও জানানো হয়নি। ১৫ এপ্রিলের পরেই সেই বিষয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে পর্ষদ।
আরও পড়ুন: করোনা আতঙ্ক পাতালে, এক ধাক্কায় কলকাতা মেট্রোয় যাত্রী সংখ্যা কমল ২ লক্ষ
সতর্কতার কারণে এর আগে এর আগে সিবিএসই পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। পাশাপাশি ১৫ এপ্রিল পর্যন্ত একাদাশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয় স্তরেও ১৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে বলেছে শিক্ষা দফতর।