করোনা আতঙ্ক পাতালে, এক ধাক্কায় কলকাতা মেট্রোয় যাত্রী সংখ্যা কমল ২ লক্ষ

গতকাল রবিবার অনেকটাই কম ছিল ভিড়। শতাংশের নিরিখে যা ২০ শতাংশেরও বেশি। আজ সোমবার যাত্রী সংখ্যা আরও কমতে পারে বলেই আশঙ্কা মেট্রো কর্তৃপক্ষে।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Mar 17, 2020, 01:17 PM IST
করোনা আতঙ্ক পাতালে, এক ধাক্কায় কলকাতা মেট্রোয় যাত্রী সংখ্যা কমল ২ লক্ষ

নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্ক এবার পাতালেও। রাতিরাতি প্রায় দেড় লক্ষ যাত্রী সংখ্যা কমল কলকাতা মেট্রোয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন মেট্রোয় গড় যাত্রী সংখ্যা থাকে ৭ লক্ষ। তবে এবার এক ধাক্কায় কমে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩২ হাজার। অন্যান্য দিনের তুলনায় গতকাল অনেকটাই ভিড় কম ছিল। শতাংশের নিরিখে যা ২০ শতাংশেরও বেশি। আজ সোমবার যাত্রী সংখ্যা আরও কমতে পারে বলেই আশঙ্কা মেট্রো কর্তৃপক্ষে।

করোনা আতঙ্কে কার্যত কাঁটা হয়ে রয়েছে গোটা বিশ্ব। দিন কয়েক আগে থেকেই বাড়ি থেকে কাজের সুবিধে দিয়েছে দেশ এবং রাজ্যের বেশ কিছু সংস্থা। রাজ্য সরকারের নির্দেশে ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কাজেই বাড়ি থেকে কর্মস্থলে সাধারণ মানুষের যাতাযাত কমেছে অনেকটাই। যা প্রভাব ফেলেছে যাত্রী সংখ্যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওযা পর্যন্ত যাত্রী সংখ্যা কম থাকবে বলেই মনে করা হচ্ছে। 

পরিস্থিতির অবনতির কারণে আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়েছেন গোটা বিশ্বের মানুষ। নিরাপত্তা দিতে তৎপর প্রশাসনিক মহল। রেল থেকে বিমান, সমস্ত যাত্রী পরিষেবাও জীবানুমুক্ত রাখতে একাধিক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। গতকাল থেকেই ট্রেনের কামরা পরিষ্কার রাখের কাজ শুরু হয়েছে। মেট্রোতেও চলছে জীবানুমুক্তকরণের কাজ। তবু যেন আতঙ্ক পিছু ছাড়ছে না। স্বাভাবিকভাবেই ভয়ে জুজু হয়ে রয়েছেন সাধরণ মানুষ।

.