নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভ্যাকসিনের চরম আকালের মধ্যেই কলকাতায় এল কয়েক লাখ কোভিশিল্ড ডোজ। আজ দুপুরে ওইসব ভ্যাকসিন এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুনের সেরাম ইনস্টিটিউট(Serum Institute) থেকে বাংলার জন্য পাঠানো হয়েছে ৩ লাখ ৫০ হাজার কোভিশিল্ড(Covishield) ডোজ। ওইসব ভ্যাকসিন সেরামের কাছে থেকে কিনেছে রাজ্য সরকার।


আরও পড়ুন-রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari, শিশিরপুত্রকে সমর্থন ২২ BJP বিধায়কের


এদিকে আজ রাজ্যে এসেছে মোট ৭ লাখ ৪৫ হাজার কোভিশিল্ড ডোজ। এর মধ্যে কেন্দ্র পাঠিয়েছে ৩ লাখ ৯৫ হাজার ডোজ। বাকীটা কিনেছে রাজ্য সরকার। ওইসব ভ্যাকসিন বাগবাজারে রাজ্যে সরকারের গোডাউনে রাখাহবে। সেখান থেকেই বিভিন্ন জায়গায় জন্য পাঠানো হবে। এনিয়ে এখনও পর্যন্ত রাজ্যে এসেছে ১ কোটি ৩০ লাখ ভ্যাকসিন ডোজ। 


সরকার গঠনের পরই রাজ্য সরকার কেন্দ্রের কাছে ৩ লাখ ৬৬ হাজার কোভ্যাকসিন ডোজের অর্ডার করেছিল। সেই বরাত অনুযায়ী পুরো টিকা পাওয়া না গেলেও রবিবার সকাল ৮টা নাগাদ ১ লাখ কোভ্যাসিন ডোজ এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে।


আরও পড়ুন- রাজ্যে সব নাগরিককে ফ্রি-তে টিকা, সম্পূর্ণ লকডাউনে সায় নেই Mamata-র


রাজ্য সরকারের তরফে ১৪ লাখ কোভিশিল্ড ডোজের অর্ডার দেওয়া হয় সেরামকে।  সোমবার এল সাড়ে তিন লাখ কোভিশিল্ড ডোজ।  এর ফলে কিছুটা হলেও স্বস্থি পাবেন প্রথম ডোজ পাওয়া মানুষজন।