নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা রোগীর সংখ্যা আচমকাই কিছুটা কম হয়েছিল। কিন্তু বাংলায় সেই লক্ষণ নেই।
রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্য়ান অনুযায়ী গত এক দিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,২৯১ জন। মৃত্যু হল ৩৯ জনের। এনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারালেন ১,২২১ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-৩ দিনে আক্রান্ত ১৪২ জন! গোটা রাজ্য়ে রেকর্ড, উদ্বেগ বাড়াল NRS-এর সংক্রমণ


রাজ্যে বাড়ছে সংক্রমণ। সেকথা মাথায় রেখেই  সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকার। এর মধ্যে রাজ্যে একাধিক জায়গায় এলাকাভিত্তিক সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। লক্ষ্যনীয় বিষয় হল এবার গ্রামে গঞ্জে বহু করোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে।


বুধবারের পরিসংখ্যান ধরলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪৯,৩২১ জন। এদের মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৮,৪৫০ জন। তবে আশার কথা হল ছাড়া পেয়েছেন ২৯,৬৫০ জন। অর্থাত আক্রান্তের অর্ধেকের বেশিই ছাড়া পেয়েছেন। শতাংশের হিসেবে এই হার ৬০.১১।


আরও পড়ুন-'রোগের বিরুদ্ধে লড়াই, রোগীর নয়, এটা মনে রাখবেন' 


সোমবারই রাজ্যের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, রাজ্যে করোনা রোগীর সংখ্যা বাড়বে। এতে প্যানিক করার কিছু নেই। টেস্টের সংখ্যা বাড়লে রোগীর সংখ্যাও বাড়ে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত রাজ্যে স্যাম্পেল টেস্ট হয়েছে ৭,৪৩,৪৬৯টি। রাজ্যের ৫৬টি ল্যাবে ওই টেস্ট চলছে। রাজ্যে কোভিড হাসপাতাল খোলা হয়েছে ৮১টি।


এদিকে, কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫,৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯২ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের।