'রোগের বিরুদ্ধে লড়াই, রোগীর নয়, এটা মনে রাখবেন'

Jul 22, 2020, 18:37 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : দেশে বেকারত্ব বেড়েছে, বাংলায় কমেছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। নবান্নে সাংবাদিক বৈঠকে এদিন ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2/5

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "কৃষি ও শিল্প একই মায়ের দুই মেয়ে। কৃষি-শিল্প একসঙ্গে থাকলে প্রচুর কর্মসংস্থান হবে।"  

3/5

একইসঙ্গে তিনি বলেন, "করোনাকে ভয় পাবেন না। সংক্রমিত হলে চিন্তা করবেন না। এই লড়াই আমাদের বাঁচার লড়াই। সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব।"

4/5

পাশাপাশি, করোনা আক্রান্তদের সঙ্গে দুর্ব্যবহার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী মুখ খোলেন।   

5/5

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা যেন রোগের বিরুদ্ধে লড়ি। রোগীর বিরুদ্ধে নয়। এটা মনে রাখবেন।"