এক ইউনিট রক্তের দাম ৪০০০; করোনা আবহেও চলছে কালোবাজারি, জালে বারাসতের যুবক
গোটা বিষয়টি জানানো হয় বারাসত থানাকে। পুলিস এসে ওই যুবককে আটক করে
নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে জেলায় ব্লাড ব্যাঙ্কের অবস্থা অত্যন্ত কাহিল। সংক্রমণের ভয়ে রক্তদান করতে ভয় পাচ্ছেন মানুষজন। ফলে চাপ বাড়ছে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির উপরে। এরকম এক পরিস্থিতিতেও চলছে রক্তের কালোবাজারি।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল, আগেভাগে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিলের পথে CBI
নদিয়ার হরিনঘাটা(Haringhata) থানা এলাকার বাসিন্দা ফারুক আহমেদ তাঁর মাকে ভর্তি করেছেন কল্যাণী হাসপাতালে। ক্যান্সারে ভুগছেন বেশ কিছুদিন। কয়েকদিন হল তা আরও খারাপ হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন রক্ত লাগবে। সেই রক্ত খুঁজতে গিয়ে বেরিয়ে এল দুর্নীতির ডালপালা।
মায়ের জন্য রক্ত খুঁজতে বারাসত(Barasat) হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসেছিলেন ফারুক। হঠাত্ই এক অপরিচিত তরুণ এসে তাঁকে বলেন, রক্ত লাগলে কিছু বেশি টাকা দিলে তা এখুনি পাওয়া যাবে। দাম কত? শুনে চোখ কপালে ওঠার জোগাড় ফারুকের। এক ইউনিট রক্তের জন্য দিতে হবে ৪০০০ টাকা। শেষপর্যন্ত ৩০০০ টাকায় রক্ত দিতে রাজী হন ওই ব্যক্তি।
আরও পড়ুন- নারদা মামলায় স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি, হাইকোর্টে ৪ অভিযুক্ত
গোটা বিষয়টি জানানো হয় বারাসত থানাকে। পুলিস এসে ওই যুবককে আটক করে। তার পেছনে আরও কারা এই চক্রের সঙ্গে জড়িত তা জানতে জিজ্ঞাসবাদ করা হচ্ছে ওই যুবককে।