নারায়ণ সিংহ রায় ও তন্ময় প্রামানিক


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে এই প্রথম। করোনা আক্রান্ত হলেন উত্তরবঙ্গ মোডিক্যাল কলেজের এক স্বাস্থ্য আধিকারিক।


সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ওই আধিকারিক(চিকিত্সক নন)কোয়ারেন্টাইনে ছিলেন। বুধবার তাঁর কোভিড-১৯ রিপোর্ট এসে পৌঁছায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। আর তারপরে বলা চলে আশঙ্কা বেড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।


আরও পড়ুন-রেশন নিয়ে কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ খাদ্যমন্ত্রীর, চালু টোল ফ্রি নম্বরও


ওই আধিকারিক উত্তরবঙ্গের প্রথম নোবেল করোনা সংক্রমণে মৃত মহিলার চিকিৎসা সংক্রান্ত ব্যাপার দেখভালের জন্য কাছাকাছি গিয়েছিলেন। কলেজ সূত্রে খবর, শুধু তাই নয় একাধিক আধিকারিকের সংস্পর্শেও আসেন। এমনকি স্থানীয় এক নেতার সংস্পর্শে আসেন ওই আধিকারিক, এমনটাও শোনা যাচ্ছে। ফলে কোয়ারান্টিনে যাওয়ার জন্য কাদের কাদের সতর্ক করা হবে বা নির্দেশ দেওয়া হবে তা নিয়ে চিন্তা  রয়েছে কলেজ প্রশাসনের।


আরও পড়ুন-সামনে লম্বা লড়াই; বাড়তে পারে লকডাউনের মেয়াদ, সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর


সরকারিভাবে বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের নোবেল করোনাভাইরাস সংক্রমণে সংক্রামিত সংখ্যা ৭১ জন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এ বি পজেটিভ যোগ করলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।