নিজস্ব প্রতিবেদন: গতকালের পর আজও করোনা ভ্যাকসিন না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ মানুষের। একদিকে, সোদপুরে ভ্যাকসিন না পেয়ে রাস্তা অবরোধ করলেন মানুষজন। অন্যদিকে, মেদিনীপুরের চন্দ্রকোনার এক গ্রামীন হাসপাতালে তুলকালাম করলেন ভ্যাকসিন নিতে আসা লোকজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভ্যাকসিন না পেয়ে আজ সোদপুরে(Sodpur) সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করেন এলাকার মানুষ। কোভিড ভ্যাকসিনের জন্য দীর্ঘক্ষণ লাইন দিয়েও ভ্যাকসিন না পেয়ে বহুলোক ফিরে যান গতকাল। আজও দীর্ঘ সময় লাইন দিয়েও ভ্যাকসিনের(Covid vaccine) দ্বিতীয় ডোজ পাননি অনেকে।


আরও পড়ুন-ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি, দেশের ১৫০ জেলায় হতে পারে সম্পূর্ণ Lockdown 


পানিহাটি পৌরসভার লোকসংস্কৃতি ভবন থেকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। ভোরবেলা থেকে সেখানে লাইন পড়ে যায়। শেষপর্যন্ত কর্তৃপক্ষ জানায় আজ ভ্যাকসিন দেওয়া হবে না। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষজন। রাস্তায় নেমে এসে তা অবরোধ করে দেন। 
 
পুলিসের আশ্বাসে উঠলেও অবরোধকারীদের দাবি কোনও রকম নোটিস বোর্ড টাঙ্গানো হয়নি ভ্যাকসিন সেন্টারের সামনে। যদি নোটিস টাঙানো হতো তাহলে তারা এইভাবে লাইনে দাড়াতেন না।


নোটিস না লাগানোর কথা কার্যত স্বীকার করে নেন পৌর প্রশাসক মন্ডলী। তাদের দাবি নোটিস লাগানো হয়নি ঠিকই কিন্তু আমরা মাইক নিয়ে প্রচার করেছিলাম এখওপর্যন্ত ভ্যাকসিন পাইনি। 


অন্যদিকে, ভ্যাকসিন নিতে এসে তা না পেয়ে বিক্ষোভে তুলকালাম হল  চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।
ঘটনাস্থলে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। জানা যায় বুধবার সকাল থেকেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। কিন্তু  সকাল দশটা নাগাদ হাসপাতালে তরফ থেকে জানানো হয় ভ্যাকসিন নেই তাই ভ্যাকসিন দেওয়া হবে না। আর এতেই হাসপাতালে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়ে ভ্যাকসিন নিতে আসা মানুষজন।  হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের  সামনে বিক্ষোভে সামিল হন তারা।


আরও পড়ুন-বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, বাইকে চাপিয়ে শ্মশানে মায়ের মৃতদেহ নিয়ে গেলেন ছেলে-জামাই


খবর পেয়ে চন্দ্রকোনা টাউন থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। টিকা নিতে আসা মানুষদের অভিযোগ, টিকা নিতে এসে গত তিনদিন ধরে তারা ঘুরছেন। অথচ টিকা পাননি। আজ ভোর থেকে লাইন দেওয়ার পর সকাল ১০টার সময় হটাৎ হাসপাতাল থেকে ঘোষণা করা হয়,ভ্যাকসিন নেই তাই টিকাকরণ আজ হবে না। মানুষদের দাবি তাদের তারিখ লিখে কুপন দেওয়া হোক, সেইদিনই এসে ভ্যাকসিন নিয়ে যাবে তারা।