নিজস্ব প্রতিবেদন: প্রশাসন বারবার সতর্ক করার পরও হেলদোল নেই। মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরছেন অনেকে। পাল্টা ব্যবস্থা নিল পুলিসও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- প্রয়াত 'তেইশ ঘণ্টা ৬০ মিনিট'-এর লেখক অনীশ দেব 


বুধবার কাঠফাটা রোদে পুরুলিয়া(Purulia) শহরে মাস্কহীন লোকজনকে ধরতে নামল পুলিস। ধরাও পড়ল একাধিক যুবক। তাদের ওই রোদের মধ্যেই পুশআপ করাল পুরুলিয়া সদর থানার পুলিস। দাঁড়িয়ে দেখল জনতা। বাহবাও দিলেন অনেকে।



প্রসঙ্গত, গত কয়েকদিনে পুরুলিয়া জেলায় লাফিয়ে বাড়ছে করোনা(Covid patient) সংক্রমণের ঘটনা। এই অবস্থায় একমাত্র পথ করোনা বিধি মেনে সংক্ৰমণ রোখা।



আরও পড়ুন-জীবন বাঁচাতে পারে Covid রোগীর, ১ লাখ Portable Oxygen Concentrators কেনার নির্দেশ নমোর 


গত কয়েকদিন ধরেই জেলা প্রশাসন বার বার করোনা বিধি মেনে বাড়ির বাইরে মাস্ক পড়ার অনুরোধে জানালেও এখনো এক শ্রেণীর মানুষ তা মানতে নারাজ। তাই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি পুলিসের। এতে মানুষের কতটা নজর কাড়া যায় সেটাই এখান দেখার।