করোনা আক্রান্তের চিকিৎসা, প্রতিবেশীদের হুমকির মুখে স্বাস্থ্যকর্মীর পরিবার
এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের অবদানের তথ্য আমাদের অজানা, এমনটা নয়
নিজস্ব প্রতিবেদন: করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের জন্যই জীবন বাজি রেখে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীরা। এই চরম সময়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। যেমন হল রায়গঞ্জে। বেসরকারি নার্সিংহোমের এক স্বাস্থ্যকর্মী কোভিড হাসপাতালে কাজ করছেন। আর তার পরিবারকে সহ্য করতে হচ্ছে সামাজিক গঞ্জনা। পুলিস অবশ্য পাশে দাড়িয়েছে ওই পরিবারের।
আরও পড়ুন-র্যাপিড টেস্ট কিট আপাতত ২ দিন ব্যবহার করা যাবে না, রাজ্যগুলিতে সতর্ক করল ICMR
এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের অবদানের তথ্য আমাদের অজানা, এমনটা নয়। স্বাস্থ্যকর্মীদের হার না মানা লড়াইকে প্রতিনিয়ত কুর্নিশ জানাচ্ছে আম জনতা। তবু তার মধ্যেও ঘটছে কিছু বিচ্ছিন্ন ঘটনা। কখনও জেলায় কখনও আবার খাস কলকাতাতেও। একাধিক সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
আরও পড়ুন-করোনা নিয়ে রাজ্যের সঙ্গে রাজনীতি করছে কেন্দ্র, তোপ দাগলেন সুদীপ
কোথাও স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছেড়ে দিতে বলছেন ভাড়াটিয়ারা, কোথাও আবার নিজের পাড়াতেই ঢুকতে পারছেন না তাঁরা। কিন্তু অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশ্ন, এরকম হলে আমরাই বা কী ভরসায় এই চরম লড়াইয়ে সামিল হব?