নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা রোগীর আত্মীয়ের সুবিধার কথা মাথায় রেখে একটি অনলাইন পরিষেবা চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওই পরিষেবা চালু হয়ে গেলে করোনা রোগীর আত্মীয়রা হাসপাতালে ভর্তি থাকা ওই রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অনলাইনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মুরগির তাড়া খেয়ে 'প্রাণভয়ে' পালাচ্ছিল বিলুপ্তপ্রায় সরীসৃপটি! উদ্ধার করল গ্রামবাসী


রাজ্য সরকার ইতিমধ্যেই চালু করেছে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিপিএমএস। এবার তারই অঙ্গ হবে এই পরিষেবা। রাজ্য স্বাস্থ্য দফতর এক নির্দেশিকায় জানিয়েছে, হাসপাতালগুলিকে করোনা রোগী ভর্তি নেওয়ার সময়ে ও পরবর্তিতে নিম্নলিখিত বিষয়গুলি মেনে চলতে হবে-


রাজ্যের একশো শতাংশ করোনা রোগীর ভর্তি অনলাইনে নথিভুক্ত করতে হবে।


ভর্তির সময় রোগীর আত্মীয় বা অভিভাবকের নাম, মোবাইল নম্বর ও কো-মরবিডিটি স্টেটাস বাধ্যতামূলকভাবে নথিভু্ক্ত করতে হবে।


রোগী কোন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তা লিখতে হবে।


রোগী ভর্তির পর তার পরীক্ষার রিপোর্ট হয় পিডিএফ আকারে নয়তো ছবি তুলে সাইটে দিতে হবে।


কোনও রোগীর মৃত্যু হলে তা ২-৪ ঘণ্টার মধ্যে অনলাইনে(সিপিএমএস) নথিভুক্ত করতে হবে।


রোগী ছাড়া পেলেও দ্রুত তা অনলাইনে(সিপিএমএস) দিতে হবে।


আরও পড়ুন-সোমবার থেকে খুলছে তারাপীঠ, আজ অযোধ্যায় ভূমিপুজোর প্রসাদ বিলি করল VHP


রাজ্য সরকার দাবি, এর ফলে রাজ্যে সব করোনা রোগীর আত্মীয়রা ওই রোগী সম্পর্কিত তথ্য অনলাইনে সরাসরি জানতে পারবেন। রোগী সম্পর্কিত তথ্যে ভুল থাকলে তা দায় পড়বে এমএসভিপি, হাসপাতাল সুপারের ওপরে।