সোমবার থেকে খুলছে তারাপীঠ, আজ অযোধ্যায় ভূমিপুজোর প্রসাদ বিলি করল VHP

Aug 22, 2020, 17:01 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : সোমবার থেকে খুলে যচ্ছে তারাপীঠ মন্দির। আগামী ২৪ অগাস্ট থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে তারাপীঠের মন্দির। আজ মন্দির কমিটি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

2/5

করোনার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে মন্দির বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কমিটি। 

3/5

অবশেষে সরকার ঘোষিত সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে খুলে দেওয়া হবে মন্দির।  

4/5

অন্যদিকে এদিন বিশ্ব হিন্দু পরিষদের তরফে সাধারণ মানুষের মধ্যে তারাপীঠ মন্দিরে প্রসাদ বিলি করা হয়। মন্দিরের সেবাইত পুলক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রসাদ বিতরণ করা হয়৷   

5/5

উল্লেখ্য, অযোধ্যা মন্দিরের ভূমিপুজোর জন্য তারাপীঠে পুজো দিয়ে যজ্ঞ করে পাঠানো হয়েছিল দ্বারকেশ্বর নদীর জল। আজ এবার সেই পুজোর প্রসাদ এসে পৌঁছেছে।