নিজস্ব প্রতিবেদন: জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। অতিমারীর এইসময়ে চার চাকার অ্যাম্বুল্যান্স না থাক, হাতে রয়েছে টোটো। তিন চাকার ব্যাটারিচালিত ওই বাহনকেই অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলল জলপাইগুড়ি কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি ও স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দুর্গাপুরে অক্সিজেনের সুবিধাযুক্ত ২০০ বেডের একটি Covid হাসপাতাল গড়ছে SAIL


শুক্রবার কদমতল দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে চালু হল কোভিড রোগীদের জন্য টোটো অ্যাম্বুল্যান্স(Toto Ambulance) পরিষেবা। কী থাকছে ওই অ্যাম্বুল্যান্সে? উদ্যোক্তরা জানিয়েছেন, ওই অ্যাম্বুল্যান্সে রাখা হচ্ছে একটি অক্সিজেন(Oxygen) সিলিন্ডার, একটি অক্সিমিটার, ব্লাড প্রেসার মাপার যন্ত্র-সহ চিকিত্সার অন্যান্য সরঞ্জাম।


আজ ওই টোটো অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন পুজো কমিটির সভাপতি সোমনাথ পাল, জেলা যুব কল্যাণ আধিকারিক টি শেরপা।


আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর জন্য টাকা পেলেন কৃষকরা, পিএম কিষানে আমন্ত্রণ জানানো হল না, সরব রাজ্য


উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে জলপাইগুড়ি শহর ও শহরতলিতে করোনা রোগীদের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে চলেছে গ্রিন জলপাইগুড়ি। এদের অ্যাম্বুল্যান্সে থাকছেন একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী। তারাই রোগীদের প্রাথমিক দেখভাল করছেন। ফোন পেলেই রাতবিরেতে ওষুধ, অক্সিজেন, রোগীর বাড়িতেও পৌঁছে দিচ্ছে এই সংস্থা।