আগামী ১০ দিনের মধ্যে ২০০ বেডের একটি কোভিড হাসপাতাল গড়তে তুলবে সেল। প্রতিটি বেডে থাকবে অক্সিজেনের ব্যবস্থা।
photos
TRENDING NOW
3/5
দুর্গাপুরে সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ভাবনকে ওই ২০০ বেডের কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলবে সেল। ওই হাসপাতাল তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে।
4/5
হাসপাতালের ২০০ বেডের প্রতিটিতে থাকবে অক্সিজেনের ব্যবস্থা। ইস্পাত কারখানার অক্সিজেন প্ল্যান্ট থেকে সরাসরি পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবারহ করা হবে হাসপাতালে। কারাখানার মেন গেটের কাছেই তৈরি হচ্ছে ওই হাসপাতাল। তাই অক্সিজেন সরবারহেও সুবিধে হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
5/5
হাসপাতালটি হবে একেবারে আধুনিক ও কোভিড চিকিত্সার সুবিধেযুক্ত। থাকবে আইসিইউ। যুদ্ধকালীন তত্পরতায় হাসপাতাল তৈরি কজ শুরু করেছে কর্তৃপক্ষ।