দুর্গাপুরে অক্সিজেনের সুবিধাযুক্ত ২০০ বেডের একটি Covid হাসপাতাল গড়ছে SAIL

May 14, 2021, 19:03 PM IST
1/5

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা রোগীতে ভরে যাচ্ছে হাসপাতালগুলি। অক্সিজেনের সঙ্কটও চরমে। পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে এল  স্টিল অথারিটি অব ইন্ডিয়ার দুর্গাপুর ইস্পাত কারখানা(SAIL)।

2/5

আগামী ১০ দিনের মধ্যে ২০০ বেডের একটি কোভিড হাসপাতাল গড়তে তুলবে সেল। প্রতিটি বেডে থাকবে অক্সিজেনের ব্যবস্থা। 

3/5

দুর্গাপুরে সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ভাবনকে ওই ২০০ বেডের কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলবে সেল। ওই হাসপাতাল তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে।

4/5

হাসপাতালের ২০০ বেডের প্রতিটিতে থাকবে অক্সিজেনের ব্যবস্থা। ইস্পাত কারখানার অক্সিজেন প্ল্যান্ট থেকে সরাসরি পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবারহ করা হবে হাসপাতালে। কারাখানার মেন গেটের  কাছেই তৈরি হচ্ছে ওই হাসপাতাল। তাই অক্সিজেন  সরবারহেও সুবিধে হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।  

5/5

হাসপাতালটি হবে একেবারে আধুনিক ও কোভিড চিকিত্সার সুবিধেযুক্ত। থাকবে আইসিইউ। যুদ্ধকালীন তত্পরতায় হাসপাতাল তৈরি কজ শুরু করেছে কর্তৃপক্ষ।